ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে রায়পুর প্রেসক্লাবের কঠোর অবস্থান
মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ভূয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রায়পুর প্রেসক্লাব।
সাম্প্রতি মোঃ এহসানুল আসিফ মাসুম নামের এক ব্যক্তি নিজেকে “দৈনিক জনতা” রুস্তম আলী ডিগ্রি কলেজ প্রতিনিধি ও রায়পুর প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে—এমন তথ্য প্রেসক্লাবের দৃষ্টিগোচর হয়েছে।
এ বিষয়ে রায়পুর প্রেসক্লাব থেকে জানানো হয়েছে, উক্ত ব্যক্তির সঙ্গে প্রেসক্লাবের কোনো সম্পর্ক নেই। তাকে কখনও সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তার নামের সঙ্গে প্রেসক্লাবের একজন প্রকৃত সদস্যের নামের মিল থাকায় কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন, এজন্য ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
রায়পুর প্রেসক্লাব প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে—এ ধরনের প্রতারক ও সমাজবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।
একই সঙ্গে সাধারণ জনগণ ও সরকারি কর্মকর্তাদের এসব ভূয়া সাংবাদিকের প্রতারণামূলক কার্যকলাপ থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
রায়পুর প্রেসক্লাব বলেছে, “আমরা সৎ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায়, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর।”


