বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর থানাধীন বহুলী ইউনিয়নের নতুনপাড়া এলাকায় বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী জাহিদুল ইসলামের প্রচারণা থেকে যাওয়ার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল চালিয়ে ফজরে ধাক্কায় মনোয়ারা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নিহত মনোয়ারা খাতুন বাড়ির পাশে দোকান থেকে কয়েল কিনে নিজ বাড়িতে ফিরছিলেন। বহুলী পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় নিকটাত্মীয়-স্বজনেরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল চালক হলেন মোঃ আব্দুল মমিন বহুলী বাজার থেকে ছোনগাছা দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান বলে স্বজনদের ও স্থানীয়দের অভিযোগ।
নিহত মনোয়ারা খাতুনের এক আত্মীয় জানান, তিনি কয়েল কেনার জন্য রাস্তায় বেরিয়েছিলেন। মোটরসাইকেলটি এত জোরে আসছিল যে উনি বোঝার আগেই ধাক্কা লাগে। আমাদের রাস্তাঘাটে এখন গতির কোনো নিয়ন্ত্রণ নেই, যার ফল এই মর্মান্তিক মৃত্যু।
বহুলী নতুনপাড়ার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাস্তায় প্রায়শই কিছু যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়, যেন এখানে কোনো আইন নেই। আজ একজন নিরীহ মায়ের প্রাণ গেল। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে এমন ঘটনা আরও ঘটবে। স্থানীয়রা দ্রুত এই এলাকায় স্পিড ব্রেকার স্থাপন এবং অতিরিক্ত গতির বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, আমরা দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। মোটরসাইকেল এবং চালককে শনাক্ত করা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

