সারাদেশ

টঙ্গী থেকে ঘোড়াশাল সড়ক ফোর লেনের হলে যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে – খাইরুল হাসান 

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
ঢাকার অতি সন্নিকটে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা যোগাযোগব্যবস্থায় এখনো আধুনিকতার কোন ছোঁয়া লাগেনি।অটোরিকশা,সিনএনজি,লেগুনা দিয়ে টংগী হয়ে ঢাকা যেতে হয়। সত্তর আশির দশকের সেই মান্দাত আমলের রাস্তাটি এখনো আগের মতোই আছে। গাজীপুর -৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর খায়রুল হাসান টঙ্গী স্টেশন রোড থেকে কালীগঞ্জ বাইপাস সড়ক ফোর লাইনের দাবিদার এক মানববন্ধনে বক্তব্য এসব কথা বলেন ।এছাড়া তিনি তার বক্তব্যে আরো বলেন, গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে ঢাকা থেকে টংগী স্টেশন রোড হয়ে নরসিংদী, ব্রাম্মনবাড়িয়া,কুমিল্লা, সিলেট, চট্রগ্রামের অনেক যাত্রীবাহী বাস এবং মালবাহী পরিবহন যাতায়াত করার ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এবং ঘন্টার পর ঘন্টা রাস্তায় পড়ে থাকতে হয়। এবং রাস্তাটি সরু হওয়ায় প্রায়ই দুর্ঘট ঘটে থাকে। কালীগঞ্জ পূবাইলের জনগণকে ঢাকা যেতে থেকে যেখানে ৩০/৪০ মিনিট সময় লাগার কথা সেখানে ২/৩ ঘন্টা সময় লেগে যায়। আমরা আশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটাকে অতীব জন গুরুত্বপূর্ণ মনে করে রাস্তাটি ফোর লেন করার ব্যাপারে উদ্যোগ গ্রহন করবেন।আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের দায়িত্ব পেলে এই টংগী স্টেশন রোড থেকে পূবাইল কালিগঞ্জ হয়ে সিলেটগামী রাস্তাটিকে ফোর লেনে উন্নীত করা হবে ইনশাআল্লাহ। এবং এর ফলে জনদুর্ভোগ লাগব হবে,অত্র এলাকার জীবন মান বাড়বে এবং যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে ইনশাআল্লাহ।
বৃহষ্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ বাইপাস মোড়ে (সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন) বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন ।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আইন বিষয়ক সম্পাদক জননেতা মোখলেছুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: আফতা উদ্দিন আহমদ সহ আরো অনেকে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,