সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামানের সাথে গাবুরা বিএনপির মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামানের সাথে গাবুরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা গাবুরার চাঁদনীমুখায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাড. আশেক ইলাহি মুন্না,কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝরনা, পদ্মপুকুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান,শ্যামনগর পৌর বিএনপির সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য সচিব ইস্রাফিল হোসেন,যুবদলের সদস্য সচিব শাহ আলম,কৃষক দলের আলামিন প্রমুখ।
উল্লেখ্য যে, দুপুরে সাতক্ষীরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি দানবীর মরহুম সোহরাব হাজীর কবর জিয়ারত করেন। তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় উপজেলা ও গাবুরা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

