চাঁদপুর ফরিদগঞ্জে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ স্বপন আটক
মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে স্বপন হোসেন গাজী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত প্রায় ৩টা ৩০ মিনিটে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী এলাকায় তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় এসআই নূরুল আলমের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে বাড়ির রান্নাঘর থেকে ইয়াবাসহ স্বপনকে আটক করা হয়। গ্রেফতার স্বপনের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট ৮টি পূর্বের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে স্বপনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


