শিক্ষাঙ্গন সারাদেশ

কুমিল্লায় ছাত্রলীগের কর্মসূচিতে যোগ না দেওয়ায় ছাত্রকে মারধর ও হত্যার হুমকি

জেলা প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের কর্মসূচিতে জোরপূর্বক অংশ নিতে চাপ দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৬ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মো. ইব্রাহিম (২৪) কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ইব্রাহিম ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং কবি নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র। অভিযোগে তিনি এম. কাউছার (২৭) নামের এক মাষ্টার্স বর্ষের শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করেন।

বাদীর দাবি, গত ১৩ নভেম্বর রাত ১০টা এবং ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে কলেজের কবি নজরুল ইসলাম হল ও কলা ভবনে অভিযুক্তরা তাঁকে এবং তাঁর সহপাঠী প্রথম সাক্ষী মো. আ. হাকিমসহ অন্যান্য শিক্ষার্থীদের ১৭ নভেম্বর ছাত্রলীগের ঘোষিত “জ্বালাও-পোড়াও, অবরোধ” কর্মসূচিতে অংশ নিতে চাপ সৃষ্টি করে। এ সময় তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের রাজি করানোর চেষ্টা করে।

অভিযোগে বলা হয়, শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে যোগ দিতে অস্বীকৃতি জানালে কাউছার ও তার সহযোগীরা ইব্রাহিম ও হাকিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। এছাড়া ভবিষ্যতে কর্মসূচিতে অংশ না নিলে ক্যাম্পাসে দেখলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বাদী ইব্রাহিম কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন , অভিযোগটি পেয়েছি আমরা এবং বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,