সারাদেশ

মাদারীপুরে আ’লীগ নেতার কবলে থেকে দখলকৃত খাল উদ্ধার করতে পারিনি প্রশাসন!

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তৈরি হবে সোনার বাংলাদেশে। দেশের বিভিন্ন জেলায় দখলকৃত সরকারি খাল উদ্ধার ও খালে পানি প্রবাহে কার্যকরি ভূমিকা পালন হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলায় নেই উপজেলা প্রশাসনের কোন কার্যকরি ভূমিকা। কৃষক সমাজ ও বিভিন্ন শ্রেনীর মানুষের দাবিতে ডাসারে উপজেলায় সিমানা নির্ধারন পর্যন্তই রয়েছে সীমাবদ্ধ।
জানা যায়, মাদারীপুর জেলার ডাসার উপজেলার ৩৩ নং ধামুসা মৌজার কাঠালতলা বাজার সংলগ্ন সরকারি খালটি অবৈধ ভাবে আওয়ামীলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন ও সৈয়দ শাহ আলম ভরাট করে বহুতল পাকা ভবনসহ আধাপাকা দোকান ঘর নির্মান করেন। স্থানীয় কৃষক সমাজ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দীর্ঘবছর যাবত সরকারি খালটি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে দাবি করে আসলেও খালটি আওয়ামী লীগ নেতার দখল থেকে আজও উদ্ধার হয়নি। এ ব্যাপারে একাধিক বার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে খানিকটা নরেচরে বসে প্রশাসন। একপর্যায় সরকারি সার্ভেয়ার ও কানুগো দ্বারা খালটির সিমানা নির্ধারন হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত হচ্ছে না সরকারি খালটি। অন্যদিকে দখলদার উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি সৈয়দ বেলায়েত হোসেন চ্যাণেঞ্জ ছুরে লোকমুখে বলেন, এলাকাবাসী আমার তৈরি স্থাপনা উচ্ছেদ করতে যদি পারে, তাহলে হাতে চুরি পরে এলাকায় ঘুরবো। যারা উচ্ছেদ করবে, তাদেরকে (মেও) দিয়েছি। খাল উদ্ধারে প্রশাসনের গড়িমসিকেই দাই করেছেন স্থানীয় এলাকাবাসী।
আব্দুর রহিম, সামাদ মাতুব্বর সহ একাধিক কৃষক বলেন, এই খালটি দিয়ে যে পানি প্রবাহ হত, সেই পানি দিয়ে আমরা কৃষি কাজ করে ফসল ফলাতাম। আমরা অসহায় কৃষক তাই আমাদের বারবার দাবি করলেও প্রশাসন গুরুত্ব দিচ্ছেনা।
এ ব্যাপারে সরকারী খাল দখলকৃত সৈয়দ বেলায়েত হোসেন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বলেন, এখনও দেখি আওয়ামীলীগ নেতার কথায় প্রশাসন চলে। তা নাহলে সরকারি খালটি কেন উদ্ধার হবে না। প্রশাসন যে নিরব রয়েছে কেন, আমরা বুঝতে পারছি।
এ ব্যাপারে ডাসার উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা মাহবুবা ইসলাম বলেন, আমরা তালিকা তৈরির কাজ করছি। দ্রুত উচ্ছেদের নোটিস করবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,