নওগাঁ-২ আসনের মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট উপজেলা) আসনে দলীয় মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান জোহার মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সাধারন ভোটার ও সমর্থকদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।এসময় হাতে বিভিন্ন প্ল্যার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এসময় নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- পত্নীতলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও যুবদলের আলহাজ্ব রুহুল আমিন রুহুল সহ অন্যরা।
এসময় বক্তারা বলেন- দল থেকে যাকে মনোনীত করা হয়েছে তিনি একজন দূর্নীতিগ্রস্থ ব্যক্তি। তাকে মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। চাঁদাবাজ,দখলবাজ, দূর্নীতিমুক্ত আসন গড়তে হলে প্রার্থী পরিবর্তন করতে হবে। প্রার্থীতা পরিবর্তন না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবেন বলে ঘোষনা দেয়া হয়। প্রার্থী পরিবর্তন করে সৎ যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়।।মানববন্ধনের আগে নজিপুর বাসস্ট্যান্ড বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দুই উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
নওগাঁয় ৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন ব্যতিত ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনীত প্রার্থী এস.এম রেজাউল ইসলাম রেজু।#





