সারাদেশ

মৌলভীবাজারের প্রথম বারের  মতো আন্তার্জাতিক ক্বিরাত সম্মেলন 

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদীর সভাপতিত্বে ও জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে আলোচনা পেশ করেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, খেলাফত মজলিস মৌলভীবাজারের সহসভাপতি ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল, ইমাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শেখবাড়ি জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সা’দ আমীন বর্ণভী, বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হিলাল আহমদ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এদেশ মসজিদের দেশ, মাদরাসার দেশ, মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর উদ্যোগে এধরনের কোরআনের সম্মেলন আরোও বেশি বেশি হওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, এ খিদমতের মাধ্যমে আল্লাহ আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এ ধরনের আয়োজন প্রথমবারের মতো করেছে। নতুন একটি সংগঠনের বিশাল এ আয়োজনে জেলার সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা ছিল। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের শ্রম ছিল চোখে পড়ার মতো। যার ফলে সবার আন্তরিকতায় প্রচেষ্টায় সুন্দর ও সফলভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।
অনুষ্ঠান উপভোগ করতে আসা তাওহীদুল ইসলাম মেনন বলেন, অনুষ্ঠানটি খুব মনোমুগ্ধকর হয়েছে। দেশ-বিদেশের কারীদের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে। এ জেলার হাজারো জনতার উপস্থিতিতে মুখরিত ছিল সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণ। কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। সবাই অনুষ্ঠানটি খুব উপভোগ করেছে। আমি নিজেও উপভোগ করেছি। মনিরুল ইসলাম নামের একজন দর্শক বলেন, এরকম অনুষ্ঠান খুব একটা হয় না। যার জন্য দর্শক যারা উপস্থিত হন তাদের আলাদা একটা আবেগ থাকে। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের মতো আয়োজন মৌলভীবাজার জেলায় তেমন একটা হয় না। যার ফলে মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন অনুষ্ঠান উপভোগ করতে। বিশেষ করে কারি ঈদী শাবানের তেলাওয়াত হৃদয়কে বিগলিত করে।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কোরআন প্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং