সারাদেশ

ইউএনওর রাতের আধারে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

মানিকগঞ্জ প্রতিনিধি:

রাতের আধারে ছিন্নমুল ও শীতার্ত দের মাঝে কম্বল বিতরণ করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

শুক্রবার রাতে বালিয়াটি জমিদার বাড়ি, পশ্চিম চালা এলাকা, সাটুরিয়া হাসপাতাল রোড এবং কালুশাহ মাজার এলকায় এই কম্বল বিতরণ করেন।

 

এ ব্যাপারে কম্বল পাওয়া বালিয়াটি বাজারের পান দোকানদার মুক্তার হোসেন বলেন, গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাশ বইতে শুরু করেছে। এতে শীত বেড়েছে সাটুরিয়ায়। হঠাৎ করে ইউএনওর গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশে পাশে থাকা অনেকের গায়ে কম্বল তুলে দেন।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন বলেন, মানিকগঞ্জ জেলা পরিষদ থেকে ৩ শতাধিক কম্বল হাতে পেয়েই বিতরণ শুরু করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ৩ লক্ষ টাকার কম্বল কেনা হচ্ছে। হাতে পেলে সেগুলি দুস্থ্য ও গরীব মানুষের মাঝে তা বিতরণ করা হবে। বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হবে। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান ছাড়াও যে কোন সংগঠন ও ব্যক্তি কম্বল বিতরণ করতে পারে এবং আমাদের মাধ্যমে তা বিতরণ করার সুযোগ রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,