সারাদেশ

সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হামজা মোল্যা(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী শহিদ মোল্যার পুত্র এবং  বিশ্বজাকের মঞ্জিল সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় এলাকায় ও স্কুলের সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৯নভেম্বর) সকাল সাড়ে ১০ টায়  সদরপুর- কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড়ে এই  মর্মান্তিক  দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত হামজা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা  নছিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হামজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে আহত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনর্চাজ সুকদেব রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ  পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,