সারাদেশ

ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

সাজেদুল ইসলাম /ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতির মধ্যদিয়ে আন্দোলন শুরু করেন উপজেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত (অর্ধদিবস) এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার শাটডাউন পালন করা হবে বলেও জানান তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে।
এদিকে, কর্মবিরতির কারণে রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন সেদিক লক্ষ্য রেখে জরুরি সেবা চালু থাকবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,