সারাদেশ

সার সঙ্কটে মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও হস্তক্ষেপ!

​আবুহাসান (আকাশ), হাতীবান্ধা, লালমনিরহাটঃ

​লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

​আজ ৩০ নভেম্বর (রোববার) বেলা ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর এলাকা মোর্শেদ সার ঘরের সামনে চাহিদা অনুযায়ী সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভ করেন।

​বিক্ষুব্ধ কৃষকেরা জানান, উপজেলার হাতীবান্ধা ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে সার বিক্রি করা হয়। কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। ওই বিক্রয়কেন্দ্র থেকে জানানো হয়েছিল আজ সকালে সার বিক্রি করা হবে। এ জন্য উপজেলার সিংগিমারী ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান।

​কিন্তু কয়েকজন কৃষককে তাঁদের চাহিদামতো সার না দিয়ে বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি ‍করেন ডিলার। এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

​খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী অফিসার শামীম মিঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​কৃষকদের অভিযোগ, তাঁরা সকালে সার নিতে এসে জানতে পারেন, চাহিদামতো সার দেওয়া হবে না। একইসঙ্গে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক ও ডিলার খুচরা দোকানদারদের কাছে সার বিক্রি শুরু করলে এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

​আঃরহিম নামে এক কৃষক বলেন, তাঁর দুই বিঘা জমি আবাদের জন্য ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে তিনি সারের জন্য ঘোরাঘুরি করছেন। জানতে পারেন আজ সকালে সার দেওয়া হবে। সকালেই তিনি বিক্রয়কেন্দ্রে যান। কিন্তু চাহিদামতো সার না থাকায় আমাদের মতো অনেক কৃষকই সার পাচ্ছেন না। তারা চুপিসারে দোকানদারদের কাছে সার বিক্রি করেন।

​আরেক কৃষক কসমত আলী বলেন, ‘খেতের জন্য এখন সার দরকার কিন্তু কোথাও সার পাচ্ছি না। দুই-এক দিনের মধ্যে সার দিতে না পারলে ভুট্টা লাগাতে পারব না। আমার মতো বেশির ভাগ কৃষকই সার পাচ্ছে না।’

​মেসার্স মোর্শেদ সার ঘরের স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, “কত বস্তা সার বিক্রি হয়েছে আর কতটুকু মজুদ রয়েছে, তা হিসাব করব। যদি অনিয়ম থাকে তাহলে ডিলার পয়েন্ট বাতিল করা হবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,