সারাদেশ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার ; দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধারসহ দুই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ তালাবদ্ধ করে বের হন। সম্প্রতি বাড়িটি বিক্রির প্রক্রিয়ায় থাকায় বিভিন্ন লোকজন বাড়িটি পরিদর্শন করছিলেন।

তিনি আরো জানান, ২৯ নভেম্বর দুপুর ৩টার দিকে বাড়িতে ফিরে দেখে—কক্ষটির পূর্ব দিকের জানালার গ্রিল ভাঙা এবং ভেতরে রাখা মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। এ সময় আশপাশের লোকজনকে ঘটনাটি জানালে তারা এসে চুরির সত্যতা নিশ্চিত হন।

চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল—দুটি সেলাই মেশিন, একটি ইস্টিলের আলমারি ভেঙে নেওয়া প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, রাইস কুকারসহ ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এ ছাড়াও বিভিন্ন মিলি সাইজের প্রায় ৪ মণ রড এবং একটি দাঁড়িপাল্লা সহ কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।

ঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করলে ২৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পৌর শহরের গৃধারীপুর এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লা ও ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের দোকানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু চোরাই মালামাল উদ্ধারসহ ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লার ছেলে হৃদয় এবং ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী নুরু মোল্লা জানান, উদ্ধার হওয়া মালামাল তিনি ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের কাছ থেকে ক্রয় করেছেন। অন্যদিকে শামসুলের দাবী মালামাল গুলো তার ক্রয় করা। তবে কার কাছ থেকে ক্রয় করেছেন —সে বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, চুরির ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বাকি মালামাল উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,