আমি নির্বাচিত হলে নবীনগর কে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলবো—-নজরুল ইসলাম নজু।
মাজহারুল ইসলাম বাদল।
নবীনগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে,২ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের সাথে নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফের সঞ্চালনায় মত বিনিময় করেন ব্রাহ্মণবাড়ীয়া-৫ নবীনগর আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ( ট্রাক প্রতিকে) মোঃ নজরুল ইসলাম নজু,এ সময় তিনি বলেন আমি আপনাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও সর্মথন কামনা করছি, আমি নির্বাচিত হলে নবীনগর কে একটি মডেল নবীনগর উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমি আপনার ভাই আপনাদের সন্তান হিসেবে সবার দোয়া ও সহযোগিতা চাই,এ সময় তিনি আরো বলেন,আসছে ৬ ডিসেম্বর নবীনগর উপজেলা গণপরিষদ কর্তৃক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নূর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট মেহেদী হাসান, নবীনগর পৌর গন অধিকার পরিষদের সভাপতি এম এ নিরব, সাধারণ সম্পাদক রবিন আলী সহ,রিপোর্টাস ক্লাবের সকল সংবাদ কর্মীগণ।





