নওগাঁয় বিসিডিএস নেতাদের সংবাদ সম্মেলন
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরী কর্তৃক স্বেচ্ছাচারী সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
আজ দুপুরে শহরের ওষুধ পট্টি বিসিডিএস জেলা কার্যালয়ে তাঁরা সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিসিডিএস এর সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি স্বপন কুমার পোদ্দার, মাসুদ হায়দারসহ কার্যকরী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সভাপতি আতাউর রহমান বলেন, ২০২৩- ২০২৫ মেয়াদের নির্বাচনে নির্বাচিত কমিটি অধ্যবধি সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু হঠাৎই কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপনে সেই কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন একটি আহবায়ক কমিটি গঠন করে চিঠি দেয়।





