চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য টেকসই হুইলচেয়ারের সংখ্যা বাড়ানোর দাবি জানাল এবি পার্টি
স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
আজ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট রোগীদের জন্য চলাচল উপযোগী পাঁচটি টেকসই হুইল চেয়ার বরাদ্দের দাবীতে চৌগাছা এবি পার্টি স্মারকলিপি প্রদান করে। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রোগীরা ভর্তি হবার পর কেবিনে /ওয়ার্ডে নেওয়ার জন্য ভালো হুইলচেয়ার নাই । দুইটি অচল হুইলচেয়ারে রোগীদের বহন করার সময় অনেকে হুইলচেয়ারের কারণে আহত হন। এজন্য আমরা আরামদায়ক হুইলচেয়ারের জন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছি এবং আমাদের দাবী জানিয়েছি।
এসময় এবি পার্টির চৌগাছার নেতা সাংবাদিক মেহেদী হাসান শিপলু বলেন, হুইল চেয়ার, স্ট্রেচারের অভাবে অনেক রোগীকে কোলে বা তিন চারজন ধরে কেবিনে বা দ্বিতীয়/ তৃতীয় তলায় নিতে হয় যা অত্যন্ত কষ্টদায়ক।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আহসানুল মিজান রুমী আশ্বস্ত করেন খুব দ্রুত এই সমস্যা সমাধান করবেন।





