সারাদেশ

গাজীপুরের পুবাইল থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
চলো একসাথে গড়ি গাজীপুর-৫ এই স্লোগানকে সামনে রেখে পূবাইল থানা জামায়াতের উদ্যোগে শুক্রবার (০৫ ডিসেম্বর) পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে ও নায়েবে আমীর এ্যাডভোকেট শামীম মৃধার সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল করিম ভূইয়া।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সহকারী সেক্রেটারি আজহার ইসলাম মোল্লা, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাহমুদুল হাসান, ডা. আমজাদ হোসেন, মহানগর সভাপতি রেজাউল ইসলাম, ৪০নং ওয়ার্ডের সভাপতি আবুল বাশার জাকির, ৪২ নং ওয়ার্ড সভাপতি কাওসার সরকার, ৪১নং ওয়ার্ড সভাপতি সবুজ আর মামুন, রেজাউল করিম, পূবাইল থানা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।
প্রধান আলোচক মো. খায়রুল হাসান বলেন, জামায়াত নিছক একটি রাজনৈতিক দল নয়। মানব জাতির মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেজন্য জামায়াত কাজ করে যাচ্ছে। কোন পলিসির মাধ্যমে শান্তি আসবে সেটিও আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটি হলো কোরআনে নির্দেশিত পলিসি। আল্লাহ পাক রাসূল (সা.) কে পাঠিয়েছেন সত্য প্রতিষ্ঠিত করার জন্য।
তিনি আরো বলেন, জামায়াত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, কিভাবে দুর্নীতিমুক্ত থেকেও কাজ করা যায় তার অনন্য নজির স্থাপন করেছেন। আমরা দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে, সন্ত্রাসের সাথে কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, জামায়াত রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই অতীতে জনকল্যাণমুখী কাজ করে গেছে এবং বর্তমানেও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তবে তারা আরো বহুগুণে জনকল্যাণমুখী কাজ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
আমি নিজে স্বশরীরে ৫৭টি গ্রামে গিয়েছি, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমি ক্ষমতায় গেলে এসকল রাস্তাঘাট, অবকাঠামো আপনাদের বলার আগেই উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের মাথার উপর দিয়ে দূরদূরান্তের লোকেরা দ্রুত চলে যায়, অথচ নিচে আমরা জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকি। আমরা সরকারের কাছে জোর দাবি উত্থাপন করেছি, মানববন্ধন করেছি রাস্তাটিকে ফোরলেনে উন্নীত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য।
গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী খায়রুল হাসান আরো বলেন, যে আমাকে ভোট দিবে সে যেমন নিরাপদ থাকবে যারা ভোট দিবে না তারাও তেমন নিরাপদ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,