সারাদেশ

বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার লাশ ফেরত দিল ভারত

আবুহাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

​উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমান্ত পিলারের কাছে ঘটনাটি ঘটে। কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) নামে এক যুবক মারা যান। অন্যরা দ্রুত পালিয়ে যায়। বিএসএফ সদস্যরা নিহত সবুজের মরদেহ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।

​এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কয়েকবার পতাকা বৈঠকের আহ্বান জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সারাদিন কেটে যাওয়ার পর রাত ৯টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্তের ৮৬৮/৩ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ-এর পতাকা বৈঠক শেষে নিহত সবুজের মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, নিহতের স্বজন এবং পাটগ্রাম থানা পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,