সারাদেশ

কর্ণফুলীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি :

কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম।

গ্রেপ্তার ওই যুবকের নাম রাশেদ নুর প্রঃ রাশু (৩৮)। সে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর কোট্টাপাড়া এলাকার রাজ্জাক নুর প্রঃ রজ্জক নুরের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি এলজি এবং ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি জাহেদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,