পাবনার চাটমোহরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
‘আর্তমানবতায় সর্বত্র’- এই মানবিক প্রতিপাদ্য সামনে রেখে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাটমোহর উপজেলা ইউনিটের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট পাবনা জেলার চাটমোহর ইউনিটের যুব দলনেতা দেবজিৎ কুন্ডু বাঁধন , আরিফ খান জয়, সহ চাটমোহর ইউনিটের সকল সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর ফায়ার সার্ভিস এর কর্মকর্তা শহিদুল ইসলাম ও তার টিম,
দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য অবদান স্বীকার করে আয়োজন করা হয় আলোচনা সভা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কুল-কলেজের সদস্য এবং তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবীরাই সমাজের মূল শক্তি। আপনাদের মানবিক কাজ আমাদের সমাজকে আরও সুন্দর করে তোলে। আজকের এই স্বীকৃতি আগামী দিনে আপনাদের আরও উৎসাহ যোগাবে।
আয়োজনের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের স্বীকৃতি ও সম্মান তাদের মানবসেবার পথচলায় অনুপ্রেরণা জোগায় এবং সমাজে আরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।





