সারাদেশ

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা, সাবেক নেনা প্রধান সাবেক রাষ্ট্রবতি মরহুম জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৬৪) কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ কর্মসূচির যৌথ উদ্যোগে অংশ নেয় পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৬৪) এবং পঞ্চগড় জেলা কোচ, বাস, মিনিবাস ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–৩৩১৯)।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২৬৪) এর নিজস্ব কার্যালয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এতে দুই ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক, শ্রমিক নেতা, সমর্থক এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৬৪ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার দুলাল।
এছাড়াও রেজি নং–৩৩১৯ ইউনিয়নের সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রোড সেক্রেটারি আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয় বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্য কামনায়। মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় পৌরসভা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সুলাইমান আলী।
আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা আমাদের সবার প্রত্যাশা।
তারা আরও জানান, খালেদা জিয়ার আরোগ্য কামনায় ভবিষ্যতেও এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি চালিয়ে যাবে শ্রমিক সমাজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,