কালুখালীতে সোনালী ব্যাংক পিএলসির নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন
বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী) :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি’র আওতায় স্থাপিত নতুন সিআরএম সুবিধা সম্পন্ন আধুনিক এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রতনদিয়া বাজারে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি’র কালুখালী শাখা প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কালুখালী শাখার ম্যানেজার মোঃ সেলিম আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, রাজবাড়ী শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ বিশ্বাস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিলন কুমার পাল বিশেষ অতিথি হিসেবে রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মন্ডল, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ খান, রতনদিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ওয়াজেদ আলী বিশ্বাস ও সোনালী ব্যাংক, কালুখালী শাখার সাবেক ম্যানেজার মোঃ আলিম উদ্দিন। এছাড়াও ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ম্যানেজার ম্যানেজার মোঃ সেলিম আহম্মেদ বলেন, “সোনালী ব্যাংক সবসময় জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের নতুন স্থাপিত এই সিআরএম সুবিধাসম্পন্ন এটিএম বুথটি গ্রাহকদের ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করবে। এই মেশিনের মাধ্যমে গ্রাহকরা টাকা উত্তোলনের পাশাপাশি জমা দেওয়ার সুবিধাও একসাথে পাবেন। ”
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে CRM সুবিধাসম্পন্ন ATM বুথের শুভ উদ্বোধন করা হয়।
নতুন এই সেবার ফলে কালুখালী ও আশপাশ এলাকার সোনালী ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে আরও দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।





