সারাদেশ

চাকরির প্রতিশ্রুতিতে ভারতে নিয়ে কিডনি চুরি: ইউপি সদস্যসহ চারজন অভিযুক্ত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

চড়া সুদের ঋণ শোধের চাপ ও উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে ভারতে নিয়ে গিয়ে এক যুবকের কিডনি অপসারণের অভিযোগে জয়পুরহাটে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ভুক্তভোগী কালাই উপজেলার নয়াপাড়া গ্রামের মো. রাসেদ মিয়া (৩১) সোমবার জয়পুরহাট আমলী-৫ আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে দ্রুত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন— নয়াপাড়া গ্রামের মৃত কলিমদ্দিনের ছেলে ও উদয়পুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য নূরনবী সরকার (৪৬), একই গ্রামের ঘুটু মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪০), কেরানীগঞ্জ উপজেলার বস্তা গ্রামের বাসিন্দা এমদাদ (৫৫),
অজ্ঞাত ঠিকানার বিপ্লব হোসেন (২৫)।

মামলা সূত্রে জানা যায়, রাসেদ মিয়া স্থানীয় ইউপি সদস্য নূরনবী সরকারের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন, যা সুদে–আসলে বেড়ে দাঁড়ায় ৫০ হাজারে। পরে ঢাকায় কাজের খোঁজে যেতে চাইলে নূরনবী তাকে বাধা দিয়ে ‘ভারতে উচ্চ বেতনের চাকরি’ দেওয়ার প্রলোভন দেন এবং নিজের খরচে রাসেদের পাসপোর্ট–ভিসার ব্যবস্থা করেন।

এরপর নূরনবীসহ চক্রের সদস্যরা রাসেদকে রোগীর সেবাকর্মী হিসেবে চাকরির কথা বলে কলকাতায় নিয়ে যায়। সেখানে ‘করোনা পরীক্ষা’ ও বিভিন্ন মেডিকেল চেকআপের নামে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, অচেতন অবস্থায় রাসেদের একটি কিডনি অপসারণ করে তা তৃতীয় আসামি এমদাদের শরীরে প্রতিস্থাপন করা হয়।

জ্ঞান ফেরার পর চক্রের সদস্যরা রাসেদকে জানায়—তার কিডনি ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে এবং তাকে ১০ লাখ দেওয়া হবে। কিন্তু দেশে ফিরে সে কোনো টাকা পায়নি; বরং পাসপোর্টসহ চিকিৎসার কাগজপত্রও ছিনিয়ে নেওয়া হয়।
গত ৫ ডিসেম্বর একটি সালিশ বৈঠকে টাকা চাইতে গেলে আসামিরা রাসেদকে হুমকি দিয়ে আরও একটি কিডনি অপসারণের ভয় দেখায়। প্রাণের ভয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নূরনবী বলেন,
“আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মামলা সাজানো হয়েছে। যখন বলা হচ্ছে কিডনি অপসারণ হয়েছে, তখন তো তিনি কোনো অভিযোগই দেননি।”

কালাই থানার ওসি মো. রফিক জানান,
“এ বিষয়ে আদালতের কোনো নির্দেশ এখনো থানায় আসেনি। আদেশ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,