সারাদেশ

লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন-ট্রাক সংঘর্ষ, গেটম্যানের খোঁজে পুলিশ!

আবুহাসান (আকাশ), লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুললারহাট বাজার এলাকায় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে ছিটকে পড়েছে।
আজ ১২ ডিসেম্বর (শুক্রবার) রাত প্রায় ৮টার দিকে গেটম্যানের চরম অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
​জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাট অভিমুখে যাচ্ছিল করতোয়া এক্সপ্রেস ট্রেনটি। ভুললারহাট রেলের গেট অতিক্রম করার সময় গেটম্যানের অসাবধানতার সুযোগে একটি পণ্যবাহী ট্রাক রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা ট্রেনটি ট্রাকটির পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ট্রাকটির পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশেই ছিটকে পড়ে। দুর্ঘটনার ফলে ট্রেনের সামনের অংশেও ক্ষতি হয়।
​স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কা লাগার সময় গেটের আশেপাশে মানুষজন থাকলেও তাৎক্ষণিকভাবে সরে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুর্ঘটনার পর লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
​এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, “গেটম্যানের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে এবং সড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।” তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত গেটম্যান পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,