সদরপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর ঠেঙ্গামারী গ্রামে তানজিলা ইসলাম(১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে পুলিশ।
নিহত গৃহবধুর স্বামী উপজেলার চর ঠেঙ্গামারী গ্রামের মফি মৃধার পুত্র রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। ২ বছর আগে ভালবেসে তারা বিয়ে করেছিলেন। তাঞ্জিলার রায়তুল নামে ১ বছরের পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। নিহত তাঞ্জিলা উপজেলার চর দরি কৃষ্ণপুর গ্রামের আইয়ুব আলী খানের কন্যা।
গৃহবধুর পরিবার আত্নীয়স্বজনের সাথে কথা বলে জানা যায়, গত ২ বছর আগে তানজিলা ইসলাম ভালবেসে রাকিব মৃধাকে বিয়ে করেন। গতকাল রাতে স্বামীর সাথে ফোনে কথা বলে তানজিলা তার মায়ের কাছে ফোন দিয়ে বলে আমার সন্তানটা দেখে রেখ, রাত ১ টার সময় তানজিলার শ্বশুর বাড়ির লোকজন ফোন করে তাঞ্জিলার পরিবারকে জানায় তানজিলা আত্মহত্যা করেছে।
গৃহবধুর মামা কুদ্দুস আলী জানান,আমার ভাগ্নীর গলায় ফাঁসের কোন দাগ নেই। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। আমার ভাগ্নিকে মেরে ফেলা হয়েছে। আমরা মামলা করবো। এর বিচার চাই আমরা।
মামলার তদন্তকারী এস,আই মোঃ রাসেল বলেন, আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। আপাতত এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়না তদন্ত রিপোর্ট আসলে জানা যাবে কিভাবে মারা গেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।




