সারাদেশ

সদরপুরে সাব রেজিস্টার অফিসের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবতীর মরদেহ 

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলার সাব রেজিস্টার অফিসের পাশে রাস্তার ঢালে উলঙ্গ অবস্থায় পরে ছিল আনুমানিক ২৫ বছরের অজ্ঞাত যুবতীর মরদেহ।
শুক্রবার(১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সাব রেজিস্টার অফিসের  পাশে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। মৃত দেহের দুই হাত বাধা এবং মুখের ডান পাশে ক্ষত ছিল বলে জানিয়েছে উদ্ধারকারী পুলিশ।
উপস্থিত স্থানীয় দোকানদাররা জানান,  শুক্রবার সকাল ১০ টার দিকে স্থানীয় এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গেলে হাত বাধা উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ।
স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন এক মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অসংলগ্ন কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে।
সদরপুর থানার সাব ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অজ্ঞাত নারীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখের ডান পাসে ক্ষত চিহৃ রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু।
ঘটনাস্থল থেকে সদরপুর  থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল  মামুন শাহ্‌ বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এবং আইনী ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,