সারাদেশ

প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পেল আশ ফাউন্ডেশন

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পদক পেল প্রবাসীদের কল্যাণে নিঃস্বার্থ কাজ করে যাওয়া সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে অভিবাসী এবং প্রবাসী দিবস উপলক্ষে সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন।
একইদিন সকাল ১১টায় নগরীর আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জব ফেয়ারের আয়োজন কর হয়। এতে স্টল নিয়ে সেবা দেয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করে, যেখানে তাদের জন্য বিনামূল্যে এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সেবা, জরুরি অ্যাম্বুলেন্স সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,