জাতীয় সারাদেশ

হাজীগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত পুকুরের কাদা মাটি থেকে ফুলমতি বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ভোরে স্থানীয়রা পুকুরের কাদায় দেবে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে প্রথমে পুতুল ভেবে ভুল করেন। পরে বিষয়টি নিশ্চিত হলে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাটি ঘটে দ্বাদশগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠসংলগ্ন একটি পরিত্যক্ত পুকুরে। নিহত ফুলমতি বেগম মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামের মৃত আশরাফ আলী মিয়াজীর স্ত্রী। তিনি একদিন আগে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন।
নিহতের মেয়ে পিয়ারা বেগম জানান, শুক্রবার দুপুরে মাকে গোসল করিয়ে রোদে বসিয়ে রেখে অন্য কাজে গেলে ফিরে এসে মাকে আর খুঁজে পাননি। পরে এলাকায় মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি। তিনি আরও জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,