সারাদেশ

আমি ভাষা সংরক্ষণ করতে এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করবো ….ফজলে হুদা বাবুল

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

”আপনাদের যে ভাষা আছে সেটা সংরক্ষণ করতে হবে। যেখানে আপনাদের ভাষার চর্চা হবে আর এই জন্য আমি এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করবো”। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের নিয়ে শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

সোমবার ২২ডিসেম্বর দুপুর ২টায় উপজেলার কমিউনিটি সেন্টারে বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনাতন পাহানের সঞ্চালনায় অন্যান্যদের সাথে আরও বক্তব্য দেন তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আমি  রাজনীতিতে আসার পর এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে কখনো কথা বলতে দেখিনি। আপনাদেরকে উন্নত না করলে বাংলাদেশ পিছিয়ে যাবে। তাই আপনাদের বাদ দিয়ে কিছু করতে গেলে সফল হওয়া যাবে না। মোট কথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজনকে উন্নত করা লাগবে। দেশনায়ক তারেক রহমান বলেছেন মানুষকে ভালোবাসা দিতে হবে, আর্থিক সচ্ছলতা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। কারণ শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।

তিনি আরও বলেন, আপনারা বছরে ৪ থেকে ৫ মাস বেকার থাকেন। এই বেকার সময়টুকু আপনাদেরকে নিয়ে ভাবতে হবে। তাহলেই আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা করাতে পারবেন। আর আপনাদের মধ্যে যারা মেধাবী সে সকল শিক্ষার্থীদের দায়িত্ব আমি নিলাম এবং সরকারি সহয়তার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না। শতভাগ সরকারি সুবিধা পাবেন। আপনাদের অনেক প্রতিভা আছে। আপনাদের সাংস্কৃতিক যে সৃজনশীলতা এটা বিকশিত করার জন্য আমার যা করার প্রয়োজন আমি সেটাই করবো।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহান সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী পুরুষ।

পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আগত ক্ষুদ নৃ গোষ্ঠী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,