সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেবীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন করছেন।
তারেক রহমানকে স্বাগত জানিয়ে দেবীগঞ্জ উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী।
২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে এ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে পঞ্চগড় ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, ডাঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী,
পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল,
উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান গুড্ডু।
মিছিলের আগে এক পথসভায় আয়োজকরা বলেন, আগামীর রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,