রাজনীতি সারাদেশ

সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন বিএনপির ১২ হাজার নেতাকর্মী

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলার সদর, শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি বা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস,মাইক্রো বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।
এছাড়া সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ১০০টির বেশি গাড়ি যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে উঠব। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরা সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছি, যাতে নেতাকর্মীরা নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,