রাজনীতি

জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন উত্তোলন

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, দুটি আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জয়পুরহাট-১ আসনে দলীয় প্রার্থী জেলা জামায়াতের আমির ফজলুর রহমান এবং জয়পুরহাট-২ আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম। দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনা কমিটি থেকে পোলিং এজেন্টের তালিকাও শেষ করা হয়েছে। জামায়াতের এই দুই নেতা বলেন, দুটি আসনেই নির্বাচনের সব প্রস্তুতি তাঁরা নিয়েছেন। নির্বাচনে তাঁরা জয়ী হবেন বলে আশাবাদী।

মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি যথাক্রমে জনাব মুহাঃ হাসিবুল আলম, এড. মামুনুর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সাইদুর রহমান, জয়পুরহাট বারের নবনির্বাচিত সভাপতি এড.আব্দুল মোমেন ফকির, ইন্জিনিয়ার আব্দুল বাতেন, সদর নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম দেওয়ান, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, এড.আসলাম হোসেনসহ নেতৃবৃন্দ।

এ সময় হাসিবুল আলম লিটন বলেন, ফজলুর রহমান সাইদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে জয়পুরহাট-১ আসনের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে ফজলুর রহমান সাইদ বিজয়ী হবে।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ