লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
আবু হাসান (আকাশ), লালমনিরহাটঃ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক তিনটি অভিযানে ১৫৮৫ পিস ইয়াবা ও ১.২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এতে সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ০৩:০০ টায় কাশিপুর বিওপি’র আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজওয়াটারী নামক স্থানে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসময় ভারত সীমান্ত থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে বিজিবি মোঃ আবুল কাশেম (২৭) নামে এক যুবককে আটক করে। তার তল্লাশি চালিয়ে ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবুল কাশেম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
একই দিন সকাল ০৯:৩০ মিনিটে কুলাঘাট চেকপোস্টে অপর একটি অভিযানে মোঃ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ১.২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক জাহাঙ্গীর নাটোর জেলার লালপুর থানার রসুলপুর মৌজা গুচ্ছগ্রামের মোঃ আলতাফ হোসেনের ছেলে। তিনি শরীরের বিশেষ কায়দায় এই গাঁজা বহন করছিলেন।
এর আগে, ২২ ডিসেম্বর রাত ০৮:৪০ মিনিটে গংগারহাট বিওপি’র আওতাধীন কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, উদ্ধারকৃত ১৫৮৫ পিস ইয়াবা এবং ১.২ কেজি গাঁজার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি’র এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।





