পাহাড়ের বন নিরাপদে রাখার তৎপরতা: মানিকছড়িতে অবৈধ কয়লা চুল্লি ধ্বংস ও জরিমানা
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, মোহাম্মদ রানা, মানিকছড়ি |
খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কার্যক্রম বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাটনাতলী ইউনিয়নের মাষ্টারঘাটা ও ঢাকাইয়া শিবির এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২টি অবৈধ কয়লা চুল্লি ধ্বংস করা হয়। এসময় প্রায় ৬০০ ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং অপরাধীদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) খাতিজা তাহেরার নেতৃত্বে সম্পন্ন হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নুরুল আমিন প্রধান, মানিকছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, সেনাবাহিনী, থানা পুলিশ, রেঞ্জ অফিসের স্টাফ এবং স্থানীয় গ্রাম পুলিশ।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বনজ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৩২টি চুল্লি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) খাতিজা তাহেরা বলেন, “পাহাড়ের বন ও পরিবেশ রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জনস্বার্থ এবং পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




