মহামুনিতে ন্যায্য বাণিজ্যের বার্তা: ভোক্তা অধিকার কর্মসূচি ও জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি: মোঃ রানা মিয়া
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় ভোক্তা অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্থানীয় বাজারে তদারকি চালানো হয়, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে মানুষদের সচেতন করা হয়।
অভিযান চলাকালীন ভোক্তা অধিকার সংক্রান্ত কিছু অনিয়ম ধরা পড়ে, যার কারণে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক জরিমানা আরোপ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে তারা ভবিষ্যতে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করেন।
মোঃ আনিসুর রহমান বলেন, “ভোক্তার অধিকার রক্ষা করতে আমাদের নিয়মিত নজরদারি এবং সচেতনতা প্রচেষ্টা জরুরি। ব্যবসায়ীরা যদি সঠিক ওজন, মান ও মূল্য প্রদর্শন করেন, তাহলে বাজারে সবাই লাভবান হবে।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে যাতে বাজারে ন্যায্য বাণিজ্য নিশ্চিত হয়।





