সারাদেশ

খাগড়াছড়ি-২৯৮: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা কাউছার আজিজীর নির্বাচনী যাত্রা শুরু

মোঃ রানা মিয়া, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের নেতৃত্বে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউছার আজিজী আজ, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১১:৩০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই মুহূর্তটি দলের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
মনোনয়ন ফরম গ্রহণের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল জব্বার হাজী, সমন্বয়ক আল আমিন মুজাহিদী, এবং সহযোগী সংগঠনসহ জেলা ও উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা কাউছার আজিজী ফরম গ্রহণের পর বলেন, “দেশ ও এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসাথে দেশের কল্যাণে কাজ করব।”
এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী যাত্রার এই শুরুই দিকনির্দেশ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,