সারাদেশ

আনোয়ারায় দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে প্রথমবারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার চাতরী এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টের আয়োজক চাতরী তরুণ একতা সংঘ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবুল কাসেম মেম্বার, এড. অহিদুল আলম চৌধুরী, এড. হাসান কায়েস, এড. শফিউল আজিম শাকিল, শহীদুল ইসলাম, সরওয়ার জামান, মো. নাজিম উদ্দীন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মনজু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ নয়ন ইকবাল, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আবুল ফয়েজ নয়ন, মোহাম্মদ আতিক, খোকা, সোহেল, মাহিম, রাফি, সাইফুল, আকাশ, ইফতেখার, বিজয়, ফারুক প্রমুখ।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২টি দল। উদ্বোধনী খেলায় কিং স্টারকে ট্রাইবেকারে ১-২ গোলে পরাজিত করে বাদার্স সোসাইটি। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দীন। সহকারী রেফারি ছিলেন তৌহিদ ও রুবেল।

এসময় বক্তারা বলেন, ‘তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, তেমনি পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল বাড়ানোর সুযোগ পাবে।’

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,