রাঙ্গুনিয়া আসনে গতকাল ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে গতকাল মনোনয়নপত্র বাছাইকালে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। প্রার্থীদের নাম হলো –
১। বিএনপির প্রার্থী, হুমাম কাদের চৌধুরী,
২। বাংলাদেশ জামায়াতে ইসলামীর, এটিএম রেজাউল করিম।
৩। বাংলাদেশ ইলামী ফ্রন্টের, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান।
৪। জাতীয় পার্টির, মো: মেহেদী রাশেদ।
৫। ইসলামী আন্দোলনের, আব্দুল্লাহ আল হারুন, এবং
৬। খেলাফত মজলিসের, মো: আবুল কালাম সহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, এবি পার্টির, মো: আব্দুর রহমানের সমর্থনকারীর স্বাক্ষর নাই, আয়কর সংক্রান্ত তথ্য নাই, ফরম ২০ ও ২১ নাই এবং ব্যক্তিগত অঙ্গীকার নামা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের, বেলাল উদ্দিনের দলের মনোনয়ন সঠিক নাই এবং অঙ্গিকারনামা দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, প্রমোদ বরণ বড়ুয়ার দলের মনোনয়ন সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।




