সারাদেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাদারীপুরে দোয়া মাহফিল

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আঞ্চলিক বিএনপির আয়োজনে মাদারীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে শহরের ডিসির ব্রীজ এলাকায় জেলা বিএনপি সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন সান্টু খানের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন বিএনপির নেতা সোহেল খান।
এসময় বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু খান বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। একারণে তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে আখ্যায়িত হয়ে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ গভীরভাবে শোকাহত। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে কারাবন্দি করে তার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে নির্যাতন করেছে। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আজ যখন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাচ্ছে, তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বড় ধরণের শূণ্যতা সৃষ্টি করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার এই শূণ্যতা কখনো পূরণ হবে না। এখন বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তার স্বপ্ন পূরণে আমাদের কাজ করে যেতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যডঃ জাফর আলী মিয়া, মাদারীপুর -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, বিএনপির নেতা, আসাদুজ্জামান কিছলু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যডঃ মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রাসেদ উজ্জামান রাসেল খান, জেলা যুবদলের সাবেক আহবায়ক মোফাজ্জেল হোসেন খান,  জেলা ওলামা দলের আহবায়ক মিজান শরীফ,
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে জেলা সদর জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলকে তোবারক হিসেবে খিচুড়ি খাওয়ানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,