ফরিদপুর-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
সদরপুর (ফরিদপুর )প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) থেকে মনোনয়ন দাখিল করা ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে যাচাই-যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
সদরপুর উপজেলা নির্বাচন কমিশনার মঞ্জুর হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী—মো. মজিবুর হোসেইন, এ.এম. মুজাহিদ বেগ এবং আব্দুল কাদের মিয়া। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্যা ও গণঅধিকার পরিষদের প্রার্থী তাসলিম মাতুব্বরের মনোনয়নও বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহে গড়মিল পাওয়া গেছে। অপরদিকে রাজনৈতিক দলের দুই প্রার্থীর মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিলের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ.এম. মুজাহিদ বেগ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন, আমার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আমি আপিল করবো। আশা করছি আপিলে আমার মনোনয়ন ফিরে পাব। আল্লাহপাক আমার জন্য যা নির্ধারণ করেছেন, সেটাই হবে।
তিনি আরও দাবি করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাধারণ ভোটাররা স্বাক্ষর দিলেও রাজনৈতিক দলের ভয়ে প্রকাশ্যে তারা তা স্বীকার করতে চান না।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একইভাবে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর হোসেইনের সঙ্গেও যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।




