সারাদেশ

বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন (কাজী তাপস)

মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস তার পিতা ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের চার বারের সাবেক এমপি বাংদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টাম মন্ডলির অন্যতম সদস্য ও বীরমুক্তিযোদ্ধা মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেনের সাহেবের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তিনি।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে থাকা মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে  বাংলাদেশের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
কাজী নাজমুল হোসেন তাপস বলেন, বাবার কবর জিয়ারত শেষে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ করেছি,মহান আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার,কবরকে জান্নাতের বাগান বানিয়ে রাখোক।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাধারন জনগন এবং নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,
আপনারা আমাদের সাথে আগেও ছিলেন এখনও থাকবেন বলে আমি আশাবাদী,২০১৮ সালের নির্বাচনে শত বাধা বিপত্তি মামলা হামলা মাথায় নিয়ে আমার সাথে ছিলেন, আমাকে একা করে যাননি,আমি মনে রেখেছি,এখনো আমাকে ছেরে যায়েন না,আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ আপনারাই আমার শক্তি আমার মনোবল।
এ সময় উপজেলা ও পৌরসভার নেতাকর্মীসহ স্থানিয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,