নবীনগরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন কালে দুইটি বোট সহ গ্রেফতার ৪..
মাজহারুল ইসলাম বাদল।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার (৮জানুয়ারি) উপজেলার নাছিরাবাদ বালুমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার (৮জানুয়ারি) উপজেলার নাছিরাবাদ বালুমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন।
অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
অভিযানে যৌথবাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন ।
অভিযানে চুক্তিপত্রের বাইরে সীমানা অতিক্রম করে চরলাপাং মৌজায় ড্রেজারে বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। এসময় ২টি ড্রেজার ও ৪জন ড্রেজার শ্রমিক কে আটক করে ভ্রাম্যমান আদালত।
জেলা ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ, নবীনগরে মেঘনা নদী এখন অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ অসংখ্য গ্রামে রাতদিন শতাধিক খননযন্ত্রের গর্জনে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এতে ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিষ্ট্রেট এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।




