শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল ROYAL STAG ব্রান্ডের বিদেশি মদ সহ মোঃ শফিকুল ইসলাম (৪১) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদ সহ এক মাদক কারবারিকে আটক হয়।
আটককৃত ব্যক্তি হলেন শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪১)
জানা যায় যে, কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকা হতে ৪১ বোতল ROYAL STAG ব্রান্ডের বিদেশি মদ যার আনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা। এছাড়াও মোঃ শফিকুল ইসলাম নামে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজের মাধ্যমে আরও জানান যে, জব্দকৃত মদ সহ আটক ব্যক্তির আটক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




