সারাদেশ

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বিশ্ব উরস শরীফ 

শিমুল তালুকদার
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে
ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল  দরবার শরীফের ৪ দিন ব্যাপী বিশ্ব উরস শরীফ আজ শনিবার (১০ জানুয়ারী) থেকে শুরু হয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী ছাহেবের পবিত্র উরস শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রেন,  মাক্রোবাস,প্রাইভেটকার লঞ্চ ট্রলার সহ বিভিন্ন যানবাহনে ইতিমধ্যেই জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মোসলমান সহ বিভিন্ন ধর্মালম্বীদের পদচারনায় মুখরিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। আগত জাকেরদের  থাকার জন্য কয়েক কিলোমিটার এলাকাজুরে তাবু নির্মান,অজুখানা,মহিলাদের আলাদা থাকার ব্যাবস্থা, পয়নিস্কাশন ব্যাবস্থা, হিন্দু ভক্তদের জন্য থাকা খাওয়ার ব্যাবস্থা সহ  খাবার মাঠ প্রস্তুত করা হয়েছে।
উরস শরীফের প্রথমদিনই লোকে লোকারন্য হয়ে গেছে পুরো এলাকাজুরে।শুক্রবার জুম্মার নামাজে মুসুল্লীদের উপচেপরা ভির ছিল চোখে পড়ার মত ।
 বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের সমন্বয়ক শহীদুল ইসলাম শাহিন জানান, শনিবার ফজর নামাজ শেষে  জামানার মোজাদ্দেদ বিশ্ব ওলী খজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেবের রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে  উরস  শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফরজ, সুন্নত নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী, জিকির আসকারে মশগুল থাকবে জাকেরান আশেকান, ভক্ত  আগতরা। আলেম ওলামারা শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফতের আমল সমুহ নিয়ে মুল্যবান বয়ান করবেন। ধারনা করা হচ্ছে এবারে উরস শরীফে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে। উল্লেখ্য আজ থেকে ৭৮  বছর আগে বাংলা ১৩৫৪ সাল থেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পবিত্র উরস শরীফের শুভ সুচনা করেন খাজাবাবা ফরিদপুরী কেবলাজান ছাহেব। তারই ধারাবাহিকতায় বর্তমান গদিনশীন হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী  ছাহেব উরস শরীফ পরিচালনা করেন৷ তিনি দফায় দফায় জাকেরান আশেকান দের সাক্ষাত প্রদান করবেন এবং মুল্যবান নসিহত প্রদান করবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃ আঃ) ছাহেবের মাজার জিয়ারত শেষে মুসলিম বিশ্বের সুখ শান্তি ও কল্যান কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ২০২৬ সালের বিশ্ব উরস শরীফ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,