শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ১জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ১জনসহ আটক-২
জাকির হোসেন, বেনাপোল(শার্শা):
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১০ পিচ ইয়বা সহ আটক ১ জন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ জন আসামি আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন, শার্শা থানার কাজীপাড়া গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে আরমান হোসেন সবুজ (৪২) পাঁচ কায়বা ভবনীপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুন উভয় থানা শার্শা জেলা যশোর।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার ১০/০১/২০২৬ সন্ধ্যা সময় শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ কামরবাড়ী মোড় নামক স্থানে জনৈক শাহাবুল এর মটর গ্যারেজের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
অপর একটি অভিযানে শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১১/০১/২০২৬ শার্শা থানাধীন ভবানীপুর এলাকা হতে মহিলা পুলিশের সহায়তায় শার্শা সিআর-৫৪০/২৪ (কলা) এর পরোয়ানা ভূক্ত আসামী রাবেয়া খাতুন নামে এক নারীকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-০৮, তারিখ-১১/০১/২০২৬ খ্রিঃ, জিআর-০৮, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়ছে।
ধৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।




