সারাদেশ

শ্যামনগরে জেলে বাওয়ালী সাধারনের জনতাবন্ধন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ  সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের নিরাপদ ও টেকসই জীবিকা নিশ্চিত করা এবং হরিণ শিকার সম্পূর্ণভাবে নির্মূলের দাবিতে জেলে, বাওয়ালী ও সাধারণ জনগণের অংশগ্রহণে শ্যামনগর উপকূলবাসীর আয়োজনে এক জনতাবন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় ও সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনতাবন্ধনে বক্তব্য রাখেন বনজীবি মালতি রানি, ওয়াজেদ আলী, সিডিও ইয়ুথ টিমের সদস্য শাহারিয়ার হোসেন, সিনিয়র সদস্য মোঃ শাহিন হোসেন, সদস্য নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সুন্দরবনের জেলে ও বাওয়ালীরা জীবনের ঝুঁকি নিয়ে বননির্ভর পেশায় যুক্ত থাকলেও তারা নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও সুবিধা থেকে বঞ্চিত।

জনতাবন্ধনে বক্তারা জানান, দস্যুতা, বন্যপ্রাণীর আক্রমণ ও নানা প্রাকৃতিক ঝুঁকির মধ্যে থেকেও জেলে-বাওয়ালীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।  সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় হরিণ শিকার নির্মূল করা ও বিষ প্রয়োগে মাছ ধরা বন্ধ করা অত্যন্ত জরুরি। এজন্য প্রকৃত জেলে-বাওয়ালীদের আলাদা করে চিহ্নিত করা, নিরাপদ পাস-পরমিট ব্যবস্থা চালু করা এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করার দাবি জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,