পঞ্চগড়ে গণভোট সম্পর্কে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের সাথে গণভোট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
গণভোটের গুরুত্ব, আইনগত দিক, ভোট গ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে গ্রাম পুলিশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন বক্তারা।
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। তাই কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে গ্রাম পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে গ্রাম পুলিশই প্রশাসনের প্রথম সারির সহায়ক শক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও আইন মেনে চলাই হবে তাদের প্রধান অঙ্গীকার।
জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে গ্রাম পুলিশের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ভোট গ্রহণ কেন্দ্র ও আশপাশে যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
স্থানীয় সরকার বিভাগের (অ.দা.) পঞ্চগড়ের উপ পরিচালক ও পঞ্চগড় পৌর প্রশাসক সীমা শারমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতান বলেন, গণভোটকে ঘিরে জনসাধারণের মধ্যে আস্থা তৈরি করতে গ্রাম পুলিশের আচরণ ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশের সদস্যরা গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ও বাস্তব সমস্যা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান কর।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে গ্রামে গ্রামে গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা কার্যক্রম জোরদার করতে গ্রাম পুলিশের সদস্যদের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারাও লিফলেট বিতরণে অংশ নেন।




