সারাদেশ

খালেদা জিয়ার স্বপ্ন পুরনে কাজ করতে চাই-রাশেদ খাঁন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
 ঝিনাইদহ কালীগঞ্জে রাশেদ খান বলেন ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, সেই আপোষহীন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা তার স্বপ্ন পুরনে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন। কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ জেলা থেকে জুলাই আন্দোলনের শুরুতে প্রথমে আমি আটক হয়েছিলাম। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু করেছিলাম। সেই গণ-আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা ব্যক্তিকে নয় দলকে ভালোবাসেন। তারেক রহমান আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই মিলে আসনটি তাকে উপহার দিতে চাই। তারেক রহমান দেশের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহন করেছেন। আমরা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই। আপনারা তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন আহবান করছি। আমি তারেক রহমানের নির্শেনা মেনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সবশেষে রাশেদ বলেন, আমাদের প্রিয় নেত্রী বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনায় মন খুলে দোয়া করতে চাই।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী এ্যাড. এমএ মজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী রাশেদ খাঁন, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য ও  বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি রওনকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন ও কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,