সারাদেশ

সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের

বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়া ও তোপের মুখে তিনি নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন এবং তা প্রত্যাহার করেন।

গত ১৬ জানুয়ারি রাত সাড়ে সাতটায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রে সুধীজনদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের আপত্তি ও তোপের মুখে ড. বদিউল আলম মজুমদার বলেন, তার মন্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল এবং তিনি তা প্রত্যাহার করছেন।
আলোচনায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলো কুলষিত হয়ে পড়েছে এবং এখনো অধিকাংশ প্রার্থী কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতির সঙ্গে জড়িত।
নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। তার ভাষায়, শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামীলীগারে পরিণত হয়েছিল।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন। সেই পুরোনো পথেই হাঁটতে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা ‘দানবে’ পরিণত হতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
ড.বদিউল আলম আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধ পরায়ণ রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন, ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন। একই সঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মতো জুলাই অভ্যুত্থানকেও ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। বক্তব্যে গণভোট বিষয়েও তিনি বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় ড.বদিউল আলম মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন সুজন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফ্যাসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা। এছাড়া পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নু এবং সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজনরা সভায় অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,